ইসরায়েল বুধবার বলেছে, তারা গাজা শহর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য একটি "অস্থায়ী" পথ চালু করেছে। এর ঠিক আগেই তারা শহরের ভেতরে ব্যাপক বোমাবর্ষণের পর স্থল অভিযানে নামে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরেই জানান, “সালাহ আল-দিন সড়ক দিয়ে অস্থায়ী একটি পরিবহন পথ খোলা হচ্ছে।” ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, এই পথ ৪৮ ঘণ্টার জন্য খোলা থাকবে। এর আগের দিন, মঙ্গলবার, ইসরায়েল বহুদিন ধরে ঘোষণা দিয়ে রাখা তাদের স্থল অভিযান শুরু করে গাজা শহরে। ট্যাংক ও বিস্ফোরক বোঝাই দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান পাঠানো হয় শহরের ভেতরে। জাতিসংঘের এক কমিশনের প্রতিবেদনে গাজায় গণহত্যার অভিযোগ ওঠার পরও ইসরায়েল এই অভিযান চালায়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রতিবেদনকে “বিকৃত ও মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছে। গাজা শহরে চালানো এই অভিযানে কত সময় লাগতে...