এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ শেষে হাত মেলানো ঘিরে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার দাবি, ভারতীয় ক্রিকেটাররা খেলোয়াড়সুলভ আচরণ না করলেও ব্যক্তিগতভাবে তাদের দোষ দেওয়া উচিত নয়, কারণ নির্দেশ এসেছিল বোর্ডের ওপর মহল থেকে।রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে ফিরে যায়। পাকিস্তান কোচ মাইক হেসনও ঘটনাটিকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন।সামা টিভির এক আলোচনায় আফ্রিদি বলেন, ‘এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি উঠছিল। জাতীয় আবেগ ও চাপের কারণে বিসিসিআই খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত না মেলাতে। তাই আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি...