শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন, এটা সম্ভব নয়। সরাসরি সম্ভব না বলা তো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছে চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় এক দিন বৃদ্ধি করেছি। অর্থাৎ আজও বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪।চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও...