খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষমতা ব্যাংকগুলোর হাতে তুলে দিল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১০ বছরের জন্য ঋণ নিয়মিত করা যাবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতা দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদের চেয়ে এক শতাংশ কম হারে সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সব ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রেণিকৃত ঋণ ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃতফসিল করা যাবে। এজন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এবং আবেদন পাওয়ার ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো মাধ্যমে জমা হলে নগদায়নের পর থেকে সময় গণনা হবে। নগদায়নের আগে কোনো আবেদন কার্যকর হবে...