এশিয়া কাপে হাত না মেলানো বিতর্ক ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে টানাপোড়েন নাটকীয় মোড় নেয় মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারা এই টুর্নামেন্ট বর্জন করবেন কি না। যেটির মানে টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়ানোর ভাবনা তাদের আছে! ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের অবশ্য খবর, পাকিস্তানের ম্যাচগুলিতে দায়িত্বে রাখা হবে না পাইক্রফটকে। এতে উত্তেজনা কিছুটা প্রশমনের আভাসও মিলছে। এশিয়া কাপে অস্তিত্বের লড়াইয়ে বুধবার দুবাইয়ে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। এই ম্যাচের জয়ী দল পৌঁছবে সুপার ফোর পর্বে, হেরে যাওয়া দলের বিদায় ঘণ্টা বেজে যাবে। গত রোববার দুবাইয়ে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনার জের তীব্রভাবেই চলছে এখনও।...