ঢাকা: সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে ওজোন স্তর। তবে গ্রিনহাউস গ্যাস ও ওজোন-ক্ষয়কারী উপাদান—যেগুলোকে ওডিএস (Ozone Depleting Substances) বলা হয়—এর ফলে এই স্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই পরিস্থিতিতে ওজোন স্তর সুরক্ষায় বড় অগ্রগতি দেখিয়েছে চীন। দেশটি এখন পর্যন্ত ৬ লাখ ২৮ হাজার টন ওডিএস নির্মূল করেছে, যা উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত নির্মূলকৃত পরিমাণের অর্ধেকেরও বেশি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে আয়োজিত এক সম্মেলনে এ তথ্য জানান চীনের পরিবেশ ও প্রতিবেশ বিষয়ক উপমন্ত্রী ইউ হুইওয়েন।ভিয়েনা কনভেনশনের ৪০ বছর পূর্তি ও আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, “গত চার দশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় ওজোন স্তরের পুনরুদ্ধার, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং কম কার্বন নির্গমনের মাধ্যমে উন্নয়ন সম্ভব হয়েছে।”চীন ১৯৯১ সালে মন্ট্রিয়ল প্রটোকল এবং ২০২১ সালে কিগালি সংশোধনীতে যোগ দেয়।এরপর...