সিরিয়া, যুক্তরাষ্ট্রের চাপে একটি নিরাপত্তা চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে আলোচনার গতি বাড়াচ্ছে; বিষয়টি সম্পর্কে অবহিত কর্মকর্তারা রয়টার্সকে এমনটি জানিয়েছেন। তারা জানান, দামেস্ক আশা করছে এই চুক্তি হলে তার যেসব ভূমি ইসরায়েল সম্প্রতি দখল করেছে সেগুলো ফেরত পাবে, কিন্তু দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি আশানুরূপ হবে না বলে ধারণা প্রকাশ করেছেন তারা। ওই সূত্রগুলোর মধ্যে চারজন রয়টার্সকে জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে জড়ো হবেন। তার আগেই যেন শান্তি চুক্তির বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয় তার জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন, তাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাধারণ অধিবেশন চলাকালীন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ঘোষণা দিতে পারবেন। এক কর্মকর্তা জানিয়েছেন, এমনকী সীমিত একটি চুক্তি হলেও তা কৃতিত্ব বলে বিবেচিত হবে। তিনি আরও জানান, কয়েক মাস ধরে আলোচনা চললেও...