নড়াইল: জুলাই শহীদ রবিউল ইসলামকে ‘ভুয়া শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলো’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে শহীদ পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইন এবং প্রিন্ট ভার্সনে ৫২ ভুয়া শহীদ হিসেবে একটি সংবাদ প্রকাশ করে। এই সংবাদের মধ্যে শহীদ রবিউল ইসলামকে (গেজেট-৩৭৪ নং) ভুয়া শহীদ উল্লেখ করা হয়। প্রথম আলো সংবাদে উল্লেখ করেছে ‘অভ্যুত্থানের পর রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এলোপাথাড়ি গুলি করেছে, তার ছোড়া গুলিতে একজন শিশু আহত হয়, গুলি শেষ হয়ে গেলে তিনি পালিয়ে যাবার চেষ্টা করেন, তখন তাকে মারধোর করে পিটিয়ে মারে। এরপর লাশ গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়’। প্রথম...