দীর্ঘ সাত বছর পর সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে প্রথমবারের মতো গকসু নির্বাচন হয় বিশ্ববিদ্যালয়টিতে। সর্বশেষ ২০১৮ সালে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল গকসুর তৃতীয় কার্যনির্বাহী পরিষদ। তবে মেয়াদ চলাকালীন প্রায় ৮ মাস সংসদের কার্যক্রম স্থগিত রাখে প্রশাসন। এরপর ১৯ মাস পর শপথ নিলেও ২০২০ সালের ডিসেম্বরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ সময় স্থবির হয়ে ছিল গকসুর কার্যক্রম। প্রায় সাত বছর পর চতুর্থবারের মতো নির্বাচনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১১ আগস্ট প্রকাশিত হয় তফসিল। মনোনয়নপত্র বিতরণ করা হয় ২৬ থেকে ২৮ আগস্ট। প্রাথমিক বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত...