পাট দিয়েই এবার তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিমাটি দেখতে। পূজা শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি, কিন্তু দর্শনার্থীদের কৌতূহল ব্যতিক্রমী এই প্রতিমায়। দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর আর মহিষাসুরসহ সবকটি প্রতিমা মোড়ানো হয়েছে পাটের আঁশে। এমন চিত্র সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়ার পূজামণ্ডপে।সরেজমিনে গিয়ে দেখা গিয়ে দেখা যায়, মোট ১২টি প্রতিমা সারি বেঁধে দাঁড়িয়ে আছে। প্রতিটি প্রতিমার গায়ে সোনালি ঝলক, আলোয় যেন ঝলমল করছে পুরো মণ্ডপ। পাটের আঁশ ছোট ছোট টুকরা করে চিরুনি দিয়ে মসৃণ করা হয়েছে। এরপর মাটির প্রতিমার গায়ে একে একে বসানো হয়েছে আঁশ। রং ব্যবহার প্রায় হয়নি বললেই চলে, পাটের প্রাকৃতিক আভাই দিয়েছে সোনালি ঝলক।প্রতিমাশিল্পীরা ও কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুলাই থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। ২১...