আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আলেহান্দ্রো পাপু গোমেজ দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে আছেন। এতদিন পর তিনি নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন। বললেন, এই নিষেধাজ্ঞাকে তিনি এখনও অন্যায্য বলেই মনে করেন। নিজের সন্তানের কাশির সিরাপ খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়েই ফুটবল থেকে নির্বাসিত হতে হয়েছিল তাকে। ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে তার শরীরে টারবিউটালিন নামক নিষিদ্ধ বি২-অ্যাড্রেনার্জিক পদার্থের উপস্থিতি ধরা পড়ে, যা সাধারণত হাঁপানি বা কাশির ওষুধে ব্যবহৃত হয়। এই ঘটনার পর তৎকালীন ক্লাব সেভিয়া তার সঙ্গে চুক্তি বাতিল করে। পরে সংক্ষিপ্ত সময়ের জন্য মনজায় খেললেও বর্তমানে তিনি ইতালির সেরি-বি ক্লাব পাডোভায় অনুশীলন করছেন। চলতি বছরের ১৮ অক্টোবর পাপুর নিষেধাজ্ঞা শেষ হবে। এর আগে আর্জেন্টিনার গণমাধ্যম ‘কোর্তা’ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুমি যদি...