এশিয়া কাপ ২০২৫–এ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছিলেন পাইক্রফট। পিসিবি এই অভিযোগের ভিত্তিতে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে এবং পাইক্রফটকে পুরো টুর্নামেন্ট থেকে সরানোর দাবি জানায়। তবে আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে। পরে সমঝোতার অংশ হিসেবে পাকিস্তান-ইউএই ম্যাচে রিচি রিচার্ডসনকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। পাকিস্তানের সঙ্গে পাইক্রফটের দ্বন্দ্ব অনেক পুরনো। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টের পর অফ-স্পিনার সাঈদ আজমলকে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে রিপোর্ট করেছিলেন তিনি। এর ফলে আজমল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। একই বছর পরের দিকে মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনও রিপোর্ট করেছিলেন পাইক্রফট। এছাড়া ২০২২ এশিয়া...