সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৬:৪৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সিগঞ্জ: সিরাজদিখানে একটি মিথ্যা হত্যা মামলার অভিযোগে নিরপরাধ একটি পরিবার জেলে যাওয়ার পর সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি মারপিটের ঘটনায় ২৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মো. সৈকত হত্যাকান্ডের ঘটনায় ভিন্নমতের কারণে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে ত্রিকোট খালপাড় গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে, আব্দুল কাদের, মো. মিন্টু, শিহাবউদ্দিন, মৃত আনোয়ার হোসেনর ছেলে লোকমান হোসেন স্বপন, দারগ আলীর ছেলে মো. পলাশকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।ওই পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা মামলার ফাঁদে ফেলে।...