অবরোধে অটোরিকশা, বাস, ট্রাকসহ শতশত যানবাহন আটকে পড়ে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীরা। এছাড়া ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে।এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ও ঘটনাস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা। এতে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন যোগাযোগ বন্ধদিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক বলেন, রেলপথ অবরোধের ফলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দুটি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। বেলা সোয়া ১টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে যায়।আন্দোলনরত শিক্ষার্থী মো. আরমান হোসেন বলেন, গত কয়েকদিন আগে একটি...