১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সম্প্রতি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনে ঘটে যাওয়া এক বড় ধরনের সাইবার হামলা সেই শঙ্কাকে আবারও সামনে নিয়ে এসেছে। এই হামলায় অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে, যা দেশটির জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। গত ২৩ ও ২৪ আগস্ট সুইডেনের বৃহত্তম আইটি সিস্টেম প্রোভাইডার প্রতিষ্ঠান মিলিজোডেটার ওয়েবসাইটে এ সাইবার হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংবেদনশীল ডেটাও হ্যাকারদের হাতে চলে গেছে। হামলার কারণ হিসেবে চাঁদাবাজির বিষয়টি সামনে এসেছে। চুরির ঘটনায় বেহাত হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্য, সরকারি নথি ও কর্পোরেট ডেটা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে...