স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সংঘটিত জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল বলে দাবি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক তার বইয়ে এ ধরনের উল্লেখ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ বক্তব্য দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করলে তিনি এ তথ্য জানান। মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিচ্ছেন। বুধবার ছিল তার সাক্ষ্যগ্রহণ ও জেরার তৃতীয় এবং শেষ দিন। এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে তিনি দাবি করেন, শেখ হাসিনা ধীরে ধীরে ‘ফ্যাসিস্ট শাসকে’ পরিণত হয়েছিলেন এবং বিচার বিভাগকে...