২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় ১৭তম দিনে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের জেরা শেষ করা হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালত এ পর্যায়ে বিরতিতে রয়েছেন। দুপুরের বিরতির পরে শেখ হাসিনারসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেলা দেড়টার দিকে ট্রাইবুনালে উপস্থিত হয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে এই মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দি দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তারপর...