সিলিকন ভ্যালির সবচেয়ে বড় আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার। মেটার প্রধান কার্যালয় মেনলো পার্কে বসছে এ আয়োজন। এবারের আয়োজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস। এআই–চালিত স্মার্ট গ্লাসটি বাজারে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। রেও-ব্যান ও ওকলের যৌথভাবে তৈরি এ গ্লাস। এছাড়া থাকতে পারে আরও চমক— হাইপারনোভা নামে নতুন ধরনের স্মার্ট গ্লাস। ফাঁস হওয়া একটি ভিডিও সূত্রে দেখা গেছে, চশমার ডান লেন্সে থাকছে হেডস-আপ ডিসপ্লে। সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। শুধু রেও-ব্যান নয়, আলোচনায় আছে ওকলের স্পেয়ারা স্টাইল মডেলও। দৌড়বিদ বা বাইকারদের জন্য এটির বড় ইউনিফাইড লেন্স বিশেষভাবে আকর্ষণীয়। আগের মডেলগুলোর তুলনায় এর ডিজাইন আরও স্পোর্টি। আর ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে। কানেক্ট মঞ্চের আরেকটি বড় আলোচনার বিষয় হতে পারে- মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক...