নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীরা উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ‘ষড়যন্ত্র’ ও বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীরা। ফলে, ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকা থেকে মিছিল বের করেন তারা৷ পরে দুপুর সোয়া ১টার দিকে তারা গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন৷ বিক্ষোভকারীরা বলছেন, গতকাল আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। সে ঘোষণা অনুযায়ী আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি। আপনারা জানেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল...