মশা, ছোট্ট একটি পতঙ্গ হলেও এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর মশাবাহিত রোগে প্রায় ৭ থেকে ১০ লাখ মানুষ মারা যায় এবং ৭০ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়। অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ বেশি ভোগেন মশাবাহিত নানান রোগে। দেশে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ায় মৃত্যুর খবর পাওয়া যায় প্রতিদিন। মশারি, কয়েলসহ মশার কামড় থেকে বাঁচতে কত কিছুই না করছেন। তাতেও রেহাই মিলছে না। কিন্তু জানেন কি, এমন এক দেশ আছে যেখানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও একটি মশা খুঁজে পাবেন না। অবিশ্বাস্য মনে হলেও, এটি সত্যি। পৃথিবীতে যেখানে মানুষকে মশার উৎপাত থেকে বাঁচতে নানা রকম কৌশল অবলম্বন করতে হয়-কখনো মশারি, কখনো কয়েল, কখনো আবার স্প্রে ব্যবহার- সেখানে একটি দেশ আছে যেটি মশার ঝামেলা একেবারেই মুক্ত। দেশটির নাম আইসল্যান্ড। বিস্ময়ের ব্যাপার হলো, পৃথিবীর...