বাসর রাতেই স্ত্রী স্বামীর হাতে ধরিয়ে দিলেন স্ট্যাম্পে লেখা শর্তপত্র— সংসারের প্রতিটি কাজ কে করবে, কীভাবে চলবে সম্পর্ক, সব কিছুই চুক্তিতে বাঁধা। এমন ভিন্নধর্মী কাহিনিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ের শান্তি চুক্তি’। নাটকটির চিত্রনাট্য করেছেন ফরিদুল ইসলাম রুবেল এবং পরিচালনা করেছেন মো. ফাহাদ।নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, জান্নাতুন নূর মুন, সাইকা আহমেদ, ম. আ. সালাম, ফরিদ হোসাইন ও সুব্রত চক্রবর্তী প্রমুখ।নাটক প্রসঙ্গে পরিচালক মো. ফাহাদ বলেন, “সমাজের নানান অসংগতির কারণে মেয়েটির মনে সংশয় তৈরি হয়। সুখে থাকার আশায় সে বাসর ঘরেই স্বামীর সঙ্গে শান্তি চুক্তি করে। কিন্তু এই চুক্তিই তাদের সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।”নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, “সংসার জীবন সহজ ও কঠিন—দুইয়ের মাঝেই থাকে। সহজ হয় পারস্পরিক বোঝাপড়ায়, আর কঠিন হয় সহজ করে চিন্তা না...