সমাধানের আগেই আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই তাদের কর্মসূচি।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।আমীর খসরু বলেন, চলমান আলোচনায় বেশির ভাগ ইস্যুতে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া জনমনে প্রশ্ন তুলতে পারে।তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের (সরকারের) অনীহা থাকতে পারে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ বিশেষজ্ঞদেরআমীর খসরু আরও বলেন, জনগণের মনে প্রশ্ন জাগছে—তারা (সরকার) কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে? বিতাড়িত শক্তিকে কি আবার ফেরত আনার চেষ্টা চলছে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।সাংবাদিকদের এক...