নিজের আর পরিবারের অবশিষ্ট সদস্যের প্রাণ বাঁচাতে আবার এলাকা ছেড়ে অজানা গন্তব্যে ছুটছেন গাজাবাসী। এবার দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে মিথ্যা নিরাপত্তার খোঁজে গাজা সিটি খালি করছেন তারা। শহরটি দখলের আগাম হুমকি দিয়ে এতোদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার শুরু করা স্থল অভিযানের ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরাইলি বাহিনী। শুরুতেই গুঁড়িয়ে দেওয়া হয় ১৭টি আবাসিক ভবন ও একটি মসজিদ। এই অভিযানে বিস্ফোরকবাহী রোবটও ব্যবহার করা হচ্ছে। এখানেই শেষ নয়; শহরটিতে পাঠানো সেনা সদস্যের সংখ্যা শিগগিরই বাড়ানোর বার্তা দিয়েছেন ইসরাইলের সেনা মুখপাত্র। নৈতিক, রাজনৈতিক ও আইনগতভাবে ভিত্তিহীন গাজা অভিযান আর সহ্য করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভীতিকর এই অপকর্ম জিম্মি মুক্তির সম্ভাবনাকে...