১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির পাশাপাশি সংগঠনটির ৩৫ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর ওই কমিটিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে ১৭ নাম্বারে রাখা হয়েছে। প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেনকে উপদেষ্টা মন্ডলীর কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহবায়ক করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ...