কারিগরি শিক্ষা ও উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ৭ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ডিপ্লোমা প্রকৌশলীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছে। কর্মসূচির কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ বুধবার দুপুর ১টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে নানা দাবি তুলে ধরে ব্লকেড কর্মসূচি পালন করেন। এর আগে শত শত ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মিস্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা শিমুলতলী সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের...