এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, পরের ম্যাচেই অবশ্য ধাক্কা আসে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শঙ্কা জাগে টুর্নামেন্ট থেকে ছিট যাওয়ার। সবশেষ আফগানিস্তানের সঙ্গে জয়ের পর সুপার ফোরে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ। লাল-সবুজদের সেজন্য তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। যে ম্যাচে লঙ্কানরা জিতলে সুপার ফোর উঠে যাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ, যেখানে বেশ পিছিয়ে টিম-টাইগার্স। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান। ৮ রানে জেতে লিটন দাসের দল। আফগানিস্তানকে হারিয়ে...