জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের কার্যক্রম দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একটি ঐকমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ জানান, কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হলেও এ সময় পূর্ণকালীন আলোচনা চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমরা মনে করি না যে আগামী এক মাস ধরে এ বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো।” তিনি জানান, কমিশনের কাজ গুটিয়ে আনার জন্যও মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক বছর ধরে কার্যক্রম চালানোর পর সেটি গুটিয়ে আনতে সময় লাগে বলেও উল্লেখ করেন তিনি।...