নজরুল ইসলামের মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেলে ভাটারার ১০০ ফিট নতুন বাজারের ফরাজী হাসপাতালের সামনে মিছিলে অংশ নেন নাঈম হাসান নিলয় (১৯)। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং গুলিবিদ্ধ হন নিলয়সহ আরও কয়েকজন। দীর্ঘ চিকিৎসার পর গত বছরের ১৪ অক্টোবর তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনকে আসামি করে মামলা করেন।মনুর মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জুবাইদ ইসলাম। সেদিন সন্ধ্যা ৭টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা...