ঢাকা: প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে সরে গেছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন।এর ফলে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকার পর ওই এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস’ এবং ‘প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত’ করার প্রতিবাদ জানিয়ে এবং চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি হলো—১. ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।২....