বিশেষজ্ঞরা চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একথা জানান তিনি। আলী রীয়াজ বলেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এসময় আলী রীয়াজ আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে ২১ সেপ্টেম্বর দেশের বাইরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরআগেই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার অগ্রগতি উপস্থাপনের চেষ্টা চলছে। পরে...