অভিনেতা আরফান নিশোর আসন্ন সিনেমা ‘দম’। কাজাখস্তানে শুটিং হবে এই ছবির। সম্প্রতি সেখানকার এক দুর্গম এলাকায় দেখা গেছে অভিনেতাকে। তাঁর সঙ্গে আরও ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে দম। এবার এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আফরান নিশো। তিনি বলেন, ‘রেদওয়ান রনির অনেকদিন পর কামব্যাক, খুবই ভালো ডেডিকেটেড একটা ছেলে। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং বাংলাদেশি ফিল্মে এই প্রথমবার এটা একটা সারভাইভাল স্টোরি (সংগ্রামী গল্প) হতে যাচ্ছে।’ ‘সুড়ঙ্গ’খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কী অসম্ভব পছন্দ হয়েছে! আমি শোনার পর চরিত্রের ভেতর চলে গেছি। খুবই সুন্দর গল্প এবং সেটা যদি শাকিল ও রনি তাঁরা বাস্তবায়ন করতে পারে, তাহলে হয়তো-বা খুবই...