বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুয়েত সিটির চেম্বারের আল বুম হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও কেসিসিআই-এর মধ্যে স্বাক্ষরিত প্রটোকল অব কোঅপারেশন–এর পর এটিই প্রথম আনুষ্ঠানিক আলোচনা, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং অন্যান্য বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ছাড়াও তৈরি পোশাক, ওষুধ শিল্প, কৃষিপণ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। অন্যদিকে, কেসিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কুয়েতের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো, নতুন বাণিজ্যিক সুযোগ অনুসন্ধান এবং টেকসই অংশীদারিত্ব গড়ে তোলা। আলোচনার শুরুতে...