১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম পটুয়াখালীর দুমকীতে জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়েই পারাপার করছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই সাঁকো ব্যবহার করতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উপজেলার শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছেন। মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়ার পশ্চিম মুরাদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুরাদিয়া নদীর (বর্তমানে খাল) ওপর স্থানীয়দের সহযোগিতায় নির্মিত এই বাঁশের সাঁকোটি বর্তমানে নড়বড়ে হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত এ সাঁকো সংস্কার কিংবা একটি আয়রন ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জনপ্রতিনিধিদের বহুবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ এ সাঁকো...