আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ব্যস্ততম সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলনে নামে কারিগরি শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ে তারা আন্দোলন করছে কয়েক ঘণ্টা ধরে। আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক তেজগাঁও, ফার্মগেট, মহাখালী, গুলশান ও হাতিরঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে সাধারণ মানুষ, অফিসগামী কর্মজীবী, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের চার দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো— প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের দেওয়া প্রকাশ্য হত্যার হুমকির দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী...