বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। সম্পর্কে এরা দুজন আপন চাচাতো ভাই-বোন। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউল হক জিয়া বাংলানিউজকে জানান, কামালপুর গ্রামে বুধবার সকালে বাড়ির পেছনে ডোবার পাড়ে দুই শিশু রাবেয়া ও আজিবুল করছিল। এক পর্যায়ে অসাবধানবশত একপর্যায়ে তারা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। এক পর্যায়ে ডোবা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার হয়। ঈশ্বরদী...