দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অনিয়মের প্রমাণ মিলেছে। গাড়ি পার্কিং নির্মাণের নামে তিন কোটি টাকা লোপাট, কফি ও কাজুবাদাম প্রকল্পে চারা বিতরণে অনিয়মসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে দুদক। দুদক রাঙামাটি জেলার উপ-পরিচালক জাহিদ কামালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ, সরোয়ার হোসেনসহ দুদকের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক উপ-পরিচালক জাহিদ কামাল বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজে অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন কাগজপত্র চাওয়া হলেও তা তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন তারা। তিনি বলেন,...