চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই ঘণ্টা পর মুক্ত হয়েছেন নুরুল আবছার আরজু নামে এক মুরগি ব্যবসায়ী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সাড়ে ৭টার দিকে পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন নিজের মুরগির সেইল সেন্টার থেকে উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার ভুলুর ছেলে ফাহিমের নেতৃত্বে মুখোশধারী ৩ জন অপহরণকারী অস্ত্রের মুখে জিম্মি করে মুরগি ব্যবসায়ী নুরুল আবছার আরজুকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অপহরণের পর তাকে প্রচুর মারধর করে প্রথমে ৪ লাখ ও পরে ১৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান জোরদার করে। অপহরণকারী শনাক্ত হওয়া এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে মুক্তিপণ ছাড়াই দুই ঘণ্টা পর ছেড়ে দিতে...