প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি বলেছেন, ‘কিছু অর্থনীতিবিদ কেবল কিছু নির্দিষ্ট পরিসংখ্যান বেছে নিয়ে অর্থনীতির একটি চমকপ্রদ কিন্তু অসম্পূর্ণ চিত্র তুলে ধরেন। তাদের আত্মবিশ্বাস ও আকর্ষণীয় উপস্থাপনার কারণে অনেকেই তাদের কথায় প্রশ্ন তুলতে দ্বিধা করেন। কিন্তু একজন অর্থনৈতিক সাংবাদিকের দায়িত্ব হলো ঠিক সেই মুহূর্তে সাহসী প্রশ্ন ছুঁড়ে দেওয়া, যাতে ভুল তথ্যের আড়ালে থাকা সত্য বেরিয়ে আসে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘কিন্তু অর্থনীতি ও ব্যবসা নিয়ে যারা সংবাদ করেন, তাঁদের জন্য কঠিন প্রশ্ন করা কেবল অধিকার নয়—বরং দায়িত্ব। বিশেষত, যখন সীমিত তথ্যের ওপর দাঁড়িয়ে অর্থনীতিবিদরা সাহসী দাবি করেন, তখনই মুখোশ খুলে দেওয়ার সুযোগ তৈরি হয়। এজন্য সাংবাদিকদের দরকার পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক প্রস্তুতি।’...