নেপাল বর্তমানে তার পর্যটনের শীর্ষ মৌসুমে রয়েছে। নেপালে প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই মৌসুম চলে। এই সময়েই দেশজুড়ে দেখা যায় বিদেশি পর্যটকের ঢল, বিশেষ করে হিমালয়ের বিখ্যাত ট্রেকিং রুটগুলোতে। তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। কয়েক দশকের সবচেয়ে প্রাণঘাতী সহিংস বিক্ষোভ দেশটির পর্যটন খাতে বড় ধরনের প্রভাব ফেলেছে। সম্প্রতি নেপালে দুর্নীতিবিরোধী একটি বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করে। সহিংসতায় প্রায় ৭২ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষ আহত হন।কাঠমান্ডুর সবচেয়ে ব্যস্ততম পর্যটন এলাকাগুলোর দোকান এবং রেস্তোরাঁগুলো এখন প্রায় ফাঁকা পড়ে আছে। নেপালের পর্যটন দপ্তর, হোটেল ব্যবসায়ী এবং ট্রেকিং সংগঠকরা রয়টার্সকে জানিয়েছেন, পর্যটকদের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে গেছে। অনেক রিজার্ভেশন বাতিল হয়েছে। প্রাচীন সামগ্রীর বিক্রেতা ও হোটেল মালিকরা বলছেন, তাদের ব্যবসায় প্রায় ৬০ শতাংশ ক্ষতি হয়েছে।এদিকে, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য,...