কয়েক বছর আগেও বেশ ব্যস্ত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। কিন্ত বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ছবির শুটিংয়ে দেখা যাচ্ছে না তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মিলছে না তার। নেই কোনো নতুন খবরেও। এমনকী কোনো অনুষ্ঠানেও অনুপস্থিত এই নায়ক। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই উধাও। বিশেষ করে মমতাময়ী মাকে হারিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। এরপর বাপ্পীকে সেভাবে ব্যাক করতে দেখা যায়নি। গত বছর গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ কাপ্পাী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার...