ভারতের বিপক্ষে করমর্দন ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষুব্ধ পাকিস্তান। তারা এশিয়া কাপ থেকে পাইক্রফটকে সরানোর দাবি করেছে। পুরো টুর্নামেন্ট থেকে না হলেও পাকিস্তানের বাকি ম্যাচগুলো থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ। ফলে বুধবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে জিম্বাবুইয়ান রেফারিকে দেখা যাবে না! এই বিষয়ে সংশ্লিষ্ট একজন জিও নিউজকে বলেছেন, ‘রেফারি অপসারণের পর আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।’ প্রতিবাদে এরই মধ্যে বাতিল করা হয়েছে পাকিস্তান দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনও। অবশ্য এরপরেও চলমান টুর্নামেন্টে পাকিস্তানের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। পিসিবির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এখনো এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, ‘আলোচনা চলছে। বুধবারই চূড়ান্ত...