শত বাঁধার মুখেও বলিউডে নিজের জায়গা করে নেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে নাম উজ্জ্বল করা প্রিয়াঙ্কা চোপড়ার এই যাত্রা অনুপ্রেরণার। ছোট থেকেই বড় স্বপ্ন দেখতেন তিনি, আর সেই স্বপ্নের পথে চলতে কোনো বাঁধাই তাকে থামাতে পারেনি। নিজের লক্ষ্য অর্জনের জন্য তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছেন। এবার প্রিয়াঙ্কা নিজের সংগ্রামের গল্প এবং প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার অভিজ্ঞতা খোলাখুলিভাবে শেয়ার করেছেন। এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা জানান, সিনেমা শিল্পে নতুনদের জন্য জায়গা পাওয়া একসময় ছিল অত্যন্ত কঠিন। এই অভিজ্ঞতাই তাকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রেরণা দেয়। ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। ২০০২ সালে হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় শুরু করলেও বলিউডে টিকে থাকা সহজ ছিল না। তিনি বলেন, বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। প্রজন্মের পর প্রজন্ম...