পাকিস্তানের টেলিভিশন ও চলচ্চিত্র জগতে সাম্প্রতিক সময়ে যেসব তারকা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম হানিয়া আমির। অল্প সময়ে নিজস্ব প্রতিভা, প্রাণবন্ত ব্যক্তিত্ব আর স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়ে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে হানিয়া আমিরের অভিনয়ে আসা অনেকটা কাকতালীয় ঘটনা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানান’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। নবাগত হয়েও তার স্বতঃস্ফূর্ত অভিনয় দৃষ্টি কেড়েছিল নির্মাতা থেকে শুরু করে দর্শকের। ছবির সাফল্যের পাশাপাশি হানিয়া আমিরকে নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিতি এনে দেয়। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও হানিয়া সমানভাবে জনপ্রিয়। ‘তিতলি’, ‘বিশরি রাহ গুজারিশ’, ‘আনা’, ‘মেরে হামসফর’ কিংবা সাম্প্রতিক ‘মুঝে পেয়ার হুয়া থা’-প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো চরিত্রের সঙ্গে দ্রুত...