ব্রিটিশ বহুজাতিক কোম্পানি ইউনিলিভার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাস ফাঠককে নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, অভ্যন্তরীণ ও বাইরের পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করার পর ফাঠককে সিএফও পদে নিশ্চিত করা হয়েছে। এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীনিবাস ফাঠক ডেপুটি সিএফও ও গ্রুপ কন্ট্রোলার পদে দায়িত্ব নেন। সেই সময় ইউনিলিভার জানায়, তাকে অস্থায়ী সিএফও হিসেবে নিযুক্ত করা হচ্ছে এবং স্থায়ী নিয়োগের জন্য একটি পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রক্রিয়া চালানো হবে। ইউনিলিভারের বিবৃতিতে বলা হয়েছে, শ্রীনিবাসের নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে। তিনি এখন ইউনিলিভার পিএলসি’র বোর্ড সদস্য এবং ইউনিলিভার লিডারশিপ এক্সিকিউটিভ-এর অংশ। শ্রীনিবাস ফাঠক ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে ইউনিলিভারে যোগ দেন। তিনি ইউনিলিভার গ্রুপের ভারতের শাখা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর সঙ্গেও যুক্ত।...