র্যাবের পোশাক পরে বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার সময় আগৈলঝাড়ায় শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পোশাক পরে র্যাব সদস্য পরিচয়ে বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তায় বসে বিপুল ঢালী, পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকারকে তল্লাশি করে রমজান মোল্লা, বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, নরত্তোম হালদারসহ পাঁচজনের একটি দল। তাদের নামে মামলা করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকাও দাবি করেন তারা। এ সময় তাদের সিইও’র নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেননি। তখন বিপুল ঢালীর সন্দেহ হয়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ভুয়া র্যাব সদস্যরা দৌড় দেন। স্থানীয়রা ধাওয়া করে উপজেলা চাদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার...