অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনার অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের ৫৯৮ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকার ক্ষতির অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১-এ মামলাটি করেন সহকারী পরিচালক রাজু আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। মামলার অন্য আসামিরা হলেন–প্রকল্প পরিচালক ও সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (উন্নয়ন) মো. ইফতিখার হোসেন, সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (চট্টগ্রাম) মো. আক্তারুজ্জামান হায়দার, সাবেক উপসচিব (পরিকল্পনা বিভাগ) বেনজামিন হেমব্রুম, সাবেক উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস, সাবেক উপসচিব আশরাফুজ্জামান, সাবেক উপপরিচালক (বাস্তবায়ন, নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) মো. মুমিতুর রহমান। মামলার এজাহারে বলা হয়, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ২০২৩ সালের ২৯ ডিসেম্বর রেলভবনে অভিযান চালিয়ে প্রকল্প সংক্রান্ত সমাপ্তি প্রতিবেদন,...