বিভু ভট্টাচার্য্য ছিলেন, একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও সিনেমা অভিনেতা ছিলেন। তিনি ১৯৪৪ খ্রিষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের (বর্তমানে ঝরিয়া, ঝাড়খণ্ড, ভারত) ঝরিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে সন্দীপ রায় পরিচালিত টেলিসিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি সুখ্যাতি ও পরিচিতি লাভ করেন। এই ধারাবাহিক নির্মিত হয় সত্যজিৎ রায়ের ফেলুদার বিভিন্ন গল্প অনুসারে।শিশুশিল্পী হিসাবে মাত্র সাড়ে চার বছর বয়সে তাঁর অভিনয় জীবনের সূচনা। প্রথাগত পড়াশুনা তাঁর হয়নি। যখন তাঁর বয়েসি অন্যান্য ছেলেরা লেখাপড়ার জন্য স্কুলে যেত, তিনি সেসময়ে স্টুডিওতে অভিনয় করতে যেতেন। তিনি প্রথম অভিনয় করেন উত্তম কুমার অভিনীত “মর্যাদা”(১৯৫০) সিনেমায়। তাঁকে মাস্টার বিভু নামে ডাকা হত। তৎকালীন বাংলা চলচ্চিত্রে তিনি অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন এবং জহর গঙ্গোপাধ্যায় এবং ছবি বিশ্বাসের মতন শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান।তিনি “প্রহ্লাদ(১৯৫২)” সিনেমায় নাম ভূমিকায়...