রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি মস্কো-দিল্লির মধ্যকার কৌশলগত অংশীদারত্ব মজবুত করতে মোদির ব্যক্তিগত অবদানের প্রশংসা করেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। তিনি আরও বলেন, আমাদের দেশের মধ্যে বিশেষ ও সুউচ্চ কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করতে এবং পারস্পরিক লাভজনক রুশ-ভারত সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ভূমিকা রাখছেন। পুতিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদির কার্যকলাপের মাধ্যমে তিনি নিজ দেশের মানুষের উচ্চ শ্রদ্ধা...