কক্সবাজার সদরের খুরুশকুলে পারিবারিক কলহের কারণে বাবাকে পিটিয়ে হত্যার পর লাশ বস্তা ভর্তি করে বসত ভিটার পাশে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর খবর পেয়ে পুলিশ রাত ৯ টার দিকে স্থানীয়দের সহায়তায় মাটি খুড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘন্টার পর ঘটনাটি জানা যায়। নিহত মোহাম্মদ ছৈয়দ (৫০) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া কুরিমারিয়ারছড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ রফিক নিহত মোহাম্মদ ছৈয়দের ছেলে। তারা রোহিঙ্গা নাগরিক। স্থানীয়রা জানান, মোহাম্মদ ছৈয়দের সঙ্গে স্ত্রী ও সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তিনি কয়েক বছর আগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে খুরুশকুলের কুমারিয়ারছড়া এলাকায় এসে পরিবার নিয়ে বসবাস শুরু করেছেন। স্থানীয়রা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে মোহাম্মদ সৈয়দের বাড়ির আশেপাশের...