১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ বাবু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জানান সভাপতি কবি ইসলাম রফিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, এ্যাড. মোহাম্মেল হক (পিপি), সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক ইনকিলাব এর বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহমুদ হোসেন পিন্টু। এছাড়াও...